রাজধানীর যাত্রাবাড়ী থেকে ১৫ হাজার ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. দেলোয়ার হোসেনকে (৪৮) গ্রেপ্তার করা হয়।
ডিবি গুলশান বিভাগ জানায়, চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন পরিবহনের একটি বাসে ঢাকায় ইয়াবা পাচার হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া বাস স্টপেজ সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয় পুলিশ। সেন্টমার্টিন পরিহনের বাসটি সেখানে এলে তল্লাশির জন্য থামানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে জব্দ করা হয় ১৫ হাজার ইয়াবা বড়ি।
ডিবি জানায়, দেলোয়ার একজন পেশাদার মাদক কারবারি। চট্টগ্রাম থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন মাদক কারবারির কাছে বিক্রি করতেন তিনি। যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।