যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় উপস্থিত পুলিশ সদস্যরা। ছবি: পুলিশ নিউজ

যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের কনফারেন্স রুমে রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ সভা হয়।
সভায় এসপি প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম সভাপতিত্ব করেন। এতে জেলার সব ইউনিটের প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অপরাধ সভার শুরুতেই গত মাসের অপরাধ পরিসংখ্যান, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা করা ও নিষ্পত্তি পর্যালোচনা হয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাগুলোর তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়।

এতে নভেম্বর মাসের অভিন্ন মানদণ্ডের আলোকে পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়। তাঁদের হাতে ক্রেস্ট ও অর্থ পুরস্কার তুলে দেন এসপি।