যশোর জেলার গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ তিনটি স্থানে অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা, এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
যশোর ডিবির এসআই মো. সোলায়মান আক্কাস তাঁর ফোর্স নিয়ে ১৭ জানুয়ারি কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোতোয়ালি থানাধীন নতুন খয়েরতলা তেঁতুলতলার মোড় থেকে মো. সোহান হোসেন হৃদয় (৩০) নামের মাদক কারবারিকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার গাঁজার মূল্য ২০ হাজার টাকা।
পরদিন ১৮ জানুয়ারি ডিবির এসআই মো. শাহিনুর রহমানের নেতৃত্বে একটা চৌকস টিম কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালায়। বিকেল সোয়া পাঁচটার সময় যশোর টু নড়াইল মহাসড়কের দক্ষিণ পাশ থেকে মো. শওকত আলী (৫৪) নামের মাদক কারবারিকে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।
উদ্ধার করা আলামতের আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা।
একই দিন সন্ধ্যায় যশোর ডিবির এসআই রাজেশ কুমার দাশের নেতৃত্বে একটি চৌকস টিম বাঘারপাড়া থানার ১ নং জহুরপুর ইউনিয়নের নরসিংহপুর গ্রাম থেকে মাদক কারবারি মো. নয়ন হোসেনকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। উদ্ধার গাঁজার মূল্য ৪০ হাজার টাকা।
এই তিনটি অভিযানের ঘটনায় গ্রেপ্তার তিন মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে মামলা হয়েছে।