যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৩টি সফল অভিযানে
৭০ বোতল ফেনসিডিল এবং ১ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রথম অভিযান চালানো হয় ৭ এপ্রিল কোতোয়ালি থানা এলাকায়। ডিবি যশোরের এসআই শেখ আবু হাসান সহ একটি চৌকস টিম ওইদিন সন্ধ্যা ৭টার দিকে কোতোয়ালি থানাধীন বাগডাঙ্গা এলাকার বাবু বাজার মসজিদের পশ্চিম পাশে জনৈক মোফাজ্জেলের মেহগনি বাগানের মধ্য থেকে মো. আলামিন বিশ্বাস (২৪) নামের মাদক কারবারিকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে।
উদ্ধার আলামতের মূল্য ৪০ হাজার টাকা।
একইদিন রাত সাড়ে ১১টার দিকে ডিবি যশোরের এসআই মো. সোলায়মান আক্কাসসহ কয়েকজন পুলিশের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম শার্শা থানাধীন ৬নং গোগা ইউনিয়নের আমলাই এলাকায় অভিযান চালিয়ে মো. মাহাবুর রহমান (৪০) নামের মাদক কারবারিকে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেন।
উদ্ধার আলামতের মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
আগের দিন ৬ এপ্রিল বিকেল পৌনে ৬টার সময় ডিবি যশোরের এসআই রাজেশ কুমার দাশসহ কয়েকজন পুলিশের একটি টিম বেনাপোল থানার ৫ নং পুটখালী ইউনিয়ানের শিবনাথপুর বারপোতা মোড়ে অভিযান চালিয়ে মো. আলাউদ্দিন মোড়ল (৩৮) নামের মাদক কারবারিকে ২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেন। উদ্ধার আলামতের মূল্য ৬০ হাজার টাকা।
এ তিনটি ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে এজাহার দায়ের করা হয়েছে।