যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা দীর্ঘদিন ধরে সক্রিয় একটি মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছেন। পাশাপাশি ৬টি চোরাই মোটরসাইকেলসহ বিভিন্ন আলামত জব্দ করেছেন।
জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএমের কঠোর দিকনির্দেশনায় ডিবি পুলিশ গতকাল শুক্রবার বেলা ৩টার সময় মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করে।
শহরের মণিহার সিনেমা হলের সামনে থেকে ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধারের সূত্র ধরে যশোর কোতোয়ালি, মনিরামপুর, ঝিকরগাছা ও মাগুরা জেলায় রাত দেড়টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় মোটরসাইকেল চোর সিন্ডিকেটের ৫ সদস্যকে আটক করে তাদের হেফাজত থেকে ৬টি চোরাই মোটরসাইকেল, মোটরসাইকেলের জাল রেজিস্ট্রেশন সনদ তৈরির সরঞ্জাম, জাল রেজিস্ট্রেশন সনদ, বিভিন্ন সরঞ্জাম, ডিজিটাল নম্বরপ্লেট ইত্যাদি আলামত উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেছে পুলিশ।
গ্রেপ্তার আসামিরা হলেন মো. রাকিবুল ইসলাম (২০), মো. শোয়েব হোসেন (২০), হৃদয় হোসেন (২০), বোরহান হোসেন (২৩) ও মো. আনছার আলী (৩৫)।