যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৫০টি ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, ডিবি যশোরের একটা চৌকস টিম ২৪ নভেম্বর বিকেল সাড়ে ৪ টার সময় যশোর কোতোয়ালি মডেল থানাধীন রামনগর দক্ষিণ পাড়া এলাকার তামিম এন্টারপ্রাইজ দোকানের সামনে রাজারহাট টু মনিরামপুর সড়কের ওপর থেকে চিহ্নিত মাদক কারবারি হাসান আলী (৩২) ও শামীম হোসেনকে (৩০) ৫০টি পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে।