যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ তালিকাভুক্ত ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৪ মাদক কারবারি হলেন যশোর কোতোয়ালি থানার শেখহাটি জামরুলতলার মৃত হাসেম মোল্লার ছেলে আব্দুল গফুর মোল্লা (৫২), কিসমত নওয়াপাড়ার মৃত আবু বক্কর শেখের ছেলে রফিকুল ইসলাম (৬০), হসপিটালপাড়ার মৃত সাঈদের ছেলে তুরান (৪২) ও মাগুরা সদর থানার পারনান্দুলিয়ার মৃত অনিল কুমার বিশ্বাসের ছেলে অমল কুমার বিশ্বাস (৫৩)।
জানা যায়, বুধবার ডিবি যশোরের এসআই শাহীনুর রহমান, এএসআই শেখ কামরুল ইসলাম, এএসআই আমিরুল ইসলামের সমন্বয়ে একটি টিম কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে ওই চারজনকে ৩৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।