যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা গ্রাম থেকে তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে।
যশোর ডিবি সূত্রে জানা গেছে, জেলার অভয়নগর, মনিরামপুর ও খুলনার বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সময়ে কথিত চরমপন্থি সংগঠন “নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি ও পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি” শ্রেণিশত্রু নিধন করে এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজির জন্য কয়েকজনকে হত্যা করে।
উল্লেখিত ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও হত্যার কাজে ব্যবহৃত অস্ত্রগুলি সরবরাহকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য জেলা ডিবিকে নির্দেশ দেন।
পুলিশ সুপারের নির্দেশক্রমে জেলা ডিবির ওসি রুপন কুমার সরকারের তত্ত্বাবধানে ডিবির এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন তথ্যের ভিত্তিতে ২৫ এপ্রিল দিবাগত রাত সোয়া ৩ টার সময় বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা গ্রামে অভিযান চালায়। টিমটি সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র সরবরাহকারী দুজনকে গ্রেপ্তার করে। এরপর গ্রেপ্তার ব্যক্তিদের একজনের বসতঘর থেকে একটি রিভলবার, দুটি ওয়ান শুটারগান,৬ রাউন্ড গুলি ও তাদের ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করে।
গ্রেপ্তার আসামিরা হচ্ছেন-
মো. আতিয়ার রহমান (৩০) ও মো.মহিদুল ইসলাম (৪০)। তাদের উভয়ের বাড়ি ধান্যখোলা গ্রামে।
গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তাদের ব্যবহৃত মোবাইল পযালোচনায় জানা যায়, কথিত চরমপিন্থ সংগঠন “নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা দীপঙ্কর বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রগুলি সরবরাহ করে চরমপন্থি সংগঠনের সন্ত্রাসী কার্যক্রম ও মানুষ হত্যার পরিকল্পনা করে।
এ ঘটনায় ডিবির এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় এজাহার দায়ের করেছেন।