যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ধাতব মূর্তি উদ্ধারের পাশাপাশি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি যশোরের চৌকস দল শুক্রবার রাতে কোতোয়ালি মডেল থানাধীন বড় বাজারের সিটি প্লাজা আবাসিক হোটেলের ৪০৪ নম্বর কক্ষ থেকে প্রতারক চক্রের সদস্য আবদুর রাজ্জাক (৫৮) ও রুহুল কুদ্দুসকে (৫৩) গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে দুটি ধাতব মূর্তি উদ্ধার করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে।