অজ্ঞান পার্টির সদস্যসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
অভিযানে মাগুরা থেকে দুটি চোরাই ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গত ২১ মার্চ ও গত বছরের ২ ফেব্রুয়ারি দুটি ইজিবাইক চুরির অভিযোগ পায় যশোর জেলা পুলিশ। এর পরিপ্রেক্ষিতে ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করে গত ১৭ এপ্রিল বিকেলে যশোরের পূর্ব বারান্দিপাড়া ও মাগুরার মুহম্মদপুর থানাধীন আড়পাড়া গ্রামে অভিযান চালায় যশোর ডিবি। সে অভিযানে চোরাই মালামাল ক্রেতা মো. নজরুল ইসলাম খানকে গ্রেপ্তার করে দুটি ইজিবাইক উদ্ধার করা হয়। সে সময় মো. নজরুল ইসলাম খানের হেফাজত থেকে আরও ১টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।
চুরির ঘটনায় পুলিশ অজ্ঞান পার্টির সদস্য আলী রেজা রাজুকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার নজরুলের বাড়ি মাগুরার মুহম্মদপুরের আড়পাড়ায়। অন্যদিকে রাজুর বাড়ি যশোরের ঝিকরগাছা থানার লক্ষ্মীপুরে।