যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৭০টি ইয়াবাসহ চিহ্নিত দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
জেলা ডিবির একটি টিম গতকাল বুধবার (২২ নভেম্বর) কোতোয়ালি মডেল থানার ষষ্ঠীতলার পিটিআইয়ের সামনে থেকে চিহ্নিত মাদক কারবারি শাহীন বিশ্বাস ও করিম গাজীকে (২২) ৭০টি ইয়াবাসহ গ্রেপ্তার করে।
উদ্ধার করা আলামতের আনুমানিক মূল্য ২১ হাজার টাকা।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে।