যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
ডিবির এসআই মো. আব্দুল্লাহ আল মামুনসহ কয়েকজন পুলিশের সমন্বয়ে একটা চৌকস টিম ১১ জুলাই রাতে মনিরামপুর থানা এলাকায় অভিযান চালায়।
রাত ১০টার দিকে ষোলখাদা বাজার থেকে এনায়েতপুরগামী পাকা রাস্তাসংলগ্ন নিমতলা মোড় এলাকা থেকে মো. নয়ন হোসেন (২৭) ও মো. তরিকুল ইসলাম (২৭) নামের দুজন মাদক কারবারিকে ১৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।
উদ্ধার গাঁজার মূল্য ৪৮ হাজার টাকা।
এ ঘটনায় মনিরামপুর থানায় এজাহার দায়ের হয়েছে।