২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার সকাল আটটায় যশোর শামসুল হুদা স্টেডিয়ামে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম।
পতাকা উত্তোলণ শেষে বেলুন উড়িয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথি কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এরপর বিভিন্ন বাহিনী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে ডিসপ্লে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন যশোর জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি আয়োজন করে যশোর জেলা প্রশাসন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।