যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তিনটি পৃথক অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিল, এক কেজি গাঁজাসহ ছয়জনকে গ্ৰেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টার দিকে ডিবি যশোরের এসআই মো. সোলায়মান আক্কাস, এএসআই মো. শফিউর রহমান, এএসআই মো. নাজমুল ইসলাম ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস দল যশোর কোতোয়ালি থানা থানাধীন কুমার বাগডাঙ্গা গ্ৰামের মো. সুমন হোসেনের বসতঘরের সামনের উঠান থেকে এক কেজি গাঁজাসহ সুমনকে গ্ৰেপ্তার করে।
এ ঘটনায় এএসআই মো. নাজমুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
একই দিন ডিবি যশোরের এসআই রাজেশ কুমার দাশ, মো. আরিফুল ইসলাম, এএসআই নিরমল কুমার ঘোষ ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস দল যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে শাওন মিয়া (২৮) ও তৌকির হোসেন নামের দুই ব্যক্তিকে ১৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় এসআই রাজেশ কুমার দাশ বাদী হয়ে চৌগাছা থানায় মামলা করেছেন।
আজ বৃহস্পতিবার ভোরে ডিবি যশোরের এসআই মো. রইচ আহমেদ, এসআই নিতাই চন্দ্র দাস, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস দল যশোর বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ী মাদ্রাসাপাড়া গ্ৰামে অভিযান চালিয়ে আমিনুর রহমান (৩৭), জামসের হোসেন (৩৫) ও হাবিবুর রহমান (৩২) নামের তিনজনকে ৪৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় এসআই মো. রইচ আহমেদ বাদী হয়ে বেনাপোল থানায় মামলা করেছেন।