যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১০ জন আসামিকে গ্রেপ্তার করেছে।
জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশে কোতোয়ালি মডেল থানা-পুলিশের একটি টিম ৮ ফেব্রুয়ারি ওই থানা এলাকায় এ অভিযান চালায়।
গ্রেপ্তাররা হলেন অনিক কুমার ঘোষ, মো. সেকেন্দার সরদার, মো. রাকিবুল ইসলাম, মো. হাসান আলী, শাকিল আহম্মেদ প্রিন্স, মো. জয়নাল সরদার, হাবিবুর রহমান, মো. জাহিদ, ফারুক (৩০), মো. সাহাঙ্গীর (৪১)।
গ্রেপ্তার সব আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।