যশোরের কোতোয়ালি মডেল থানা-পুলিশের অভিযানে ১ হাজার ৫১০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ২ মাদক কারবারি হলেন কক্সবাজারের টেকনাফের কোলালালপাড়া এলাকার হোসেন আহমেদের ছেলে মোহাম্মদ জুবায়ের (২৩) ও একই এলাকার হুল্লা মিয়ার ছেলে আব্দুর রহিম (৩০)।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) পলাশ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই টমাস মন্ডলের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম থানা এলাকার নিউমার্কেট মা জননী হোটেলের সামনে থেকে ওই ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।