যশোর শহরের বিভিন্ন এলাকায় সোমবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে ৩০টি ককটেল জব্দ করেছেন র্যাব-৬ যশোরের সদস্যরা। এ সময় পিস্তলসদৃশ একটি এয়ারগানও জব্দ করেন তাঁরা। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান যশোরের কোম্পানি কমান্ডার মেজর সাকিব হোসেন। খবর ইনডিপেনডেন্ট অনলাইন।
মেজর সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে যশোর শহরের শংকরপুর এলাকায় অভিযান চালায় র্যাব। সেখানকার একটি পুকুরপাড় থেকে ৯টি ককটেল ও একটি এয়ারগান জব্দ করা হয়।
একই রাতে র্যাবের আরেকটি দল শার্শা উপজেলার ভবের বেড় গ্রামে অভিযান চালায়। সেখানকার একটি পুকুরপাড় থেকে আরও ২১টি ককটেল জব্দ করা হয়।
বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে এসব ককটেল জড়ো করা হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।