যশোরের বাগ আঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের মাদকবিরোধী অভিযানে ২২ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে সাতমাইল রোডে বসতপুর ১ নম্বর কলোনি রসুলপুর মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম আসমা খাতুন (৪২); তিনি যশোরের শার্শা থানার গোগা গাজী পাড়া গ্রামে বসবাস করেন।
পুলিশ জানিয়েছে, যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম-এর দিক-নির্দেশনায় বাগ আঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আকবরের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
এ সংক্রান্তে শার্শা থানায় একটি মাদক মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে যশোর জেলা পুলিশ।