যশোর জেলার গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন।
বুধবার (১৩ জুলাই ) যশোর ডিবির এসআই রইচ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ শার্শা থানা এলাকায় অভিযান চালিয়ে একই তারিখ ৩টা ২০ মিনিটে শার্শা থানাধীন পাঁচভুলট এলাকা থেকে চিহ্নিত মাদক কারবারি রাকিব হাসানকে (২৫) ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেন।
উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক মূল্য ২ লাখ টাকা।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে।