যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তিনটি সফল অভিযান চালিয়ে ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে। জেলার বিভিন্ন এলাকায় ১৪ মার্চ (সোমবার) এসব অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার চারজন হলেন বাবুল হোসেন (৩৫),শাকিল আহম্মেদ (২২),জুয়েল রানা (২৮) ও তরিকুল ইসলাম (২৫)।
জেলা পুলিশ জানায়, ডিবি পুলিশের একটি দল ১৪ মার্চ বেলা সাড়ে ৩টার দিকে যশোর কোতোয়ালি থানার কাঠালতলায় বাবুলকে ৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। এরপর রাত পৌনে ৮টার দিকে কোতোয়ালি মডেল থানার আবাদ কচুয়া গ্রামে অভিযান চালিয়ে শাকিলকে ১০০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। প্রায় একই সময়ে কোতোয়ালি থানার ঝুমঝুমপুরে অভিযান চালিয়ে ৭০টি ইয়াবাসহ জুয়েল ও তরিকুলকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।