যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, ৫০ বোতল ফেনসিডিলসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৯ এপ্রিল) রাতে বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ জানায়, শনিবার রাতে বেনাপোল পোর্ট থানাধীন গাতীপাড়া এলাকা থেকে চিহ্নিত সন্ত্রাসী রমজান মোল্লাকে (২৬) বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়।
দিনের আরেক অভিযানে একই এলাকা থেকে চিহ্নিত মাদক কারবারি ওবায়দুর রহমানকে (২৪) ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে।