মাদকসহ গ্রেপ্তার আসামি। ছবি : যশোর জেলা প্রতিনিধি

যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে মাদক আইস (ক্রিস্টাল মেথ), ইয়াবা বড়িসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটে কোতোয়ালি মডেল থানাধীন সিটি কলেজের পাশে একটি বাসার সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তাঁর নাম মোছা. রিনা খাতুন (৪০); তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বেগুন বাড়িয়া সাদিপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম-এর দিকনির্দেশনায় ডিবির একটি চৌকস টিম কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানিয়েছে, আসামির কাছ থেকে মাদক আইস ২ গ্রাম ও ৫৯০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৭৭ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।