ডিবির হেফাজতে গ্রেপ্তার এক আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন প্রসাধনসামগ্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

প্রসাধনসামগ্রীর মধ্যে ছিল ২৮০ পিস ডাভ সাবান, ১৭৫ পিস ফিয়ামা সাবান, ৪০ পিস মারগো সাবান, ৭১০ বোতল দুলহান তেল, ৪টি ডাভ শ্যাম্পু, ৫টি ট্রেসেমি শ্যাম্পু, ৮০ পিস ফিয়ামা শাওয়ার জেল, ৪০ পিস ফগ বডি স্প্রে, ১৫০ পিস পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ।

গতকাল ৯ জুলাই ডিবি যশোরের একটি চৌকস টিম যশোর কোতোয়ালি থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারসহ বিশেষ অভিযান পরিচালনা করে। রাত ১০টার চাঁচড়া মোড়ের জনৈক সাইদ কন্ট্রাক্টরের বাড়ির সামনে থেকে মো. হৃদয় হোসেন (২০), মোসা. বিউটি খাতুন (৪৩) ও মোসা. আসমা খাতুন ওরফে তানজিলা (২৯) নামের তিনজনকে ওই সব প্রসাধনসামগ্রীসহ গ্রেপ্তার করা হয়।

জব্দ করা আলামতের মূল্য আনুমানিক ৫ লাখ ৭০ হাজার ৩০০ টাকা।

এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।