যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে মোবাইল ফোন চোর চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৯০টি মোবাইল ফোন।
মঙ্গলবার (২ জুলাই) যশোরের কোতোয়ালি থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন কোতোয়ালি থানা এলাকার জয়নুল মোড়ল (৪০), মো. আহসান জামিল (২৩) ও মো. আশিকুজ্জামান আশিক (৩৫)।
ডিবি যশোরের উপপরিদর্শক (এসআই) মো. নুর ইসলাম জানান, ঝিকরগাছা থানায় করা একটি মামলার তদন্ত করতে গিয়ে আসামিদের শনাক্ত করা হয়। পরে মঙ্গলবার সন্ধ্যায় কোতোয়ালি থানাধীন হালসা এলাকার নিজ বাড়ি থেকে আসামি জয়নুলকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় চুরির কাজে ব্যবহৃত একটি হেক্সো মেশিন ও একটি হাতুড়ি এবং চুরি যাওয়া ৪৪টি মোবাইল ফোন।
এই পুলিশ কর্মকর্তা জানান, অপর আসামি জামিলের দেওয়া তথ্যের ভিত্তিতে বস্তাপট্টি এলাকায় তাঁর দোকান থেকে ২৩টি ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া আরেক আসামি আশিককে মির্জা মার্কেটের নিজ দোকান থেকে ২৩টি চোরাই ফোনসহ গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।