যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন বেনাপোল পোর্ট থানা এলাকার মো. ছইদুল ওরফে শহিদুল ইসলাম (৫০) ও মো. ইসমাইল হোসেন (৩৫)।
ডিবি যশোরের উপপরিদর্শক (এসআই) রাজেশ কুমার দাশ জানান, বেনাপোল পোর্ট থানায় মামলা করে গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।