যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযান চালিয়ে ৫০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১৫ অক্টোবর) রাতে কোতোয়ালি মডেল থানাধীন নূরপুর দক্ষিণপাড়া ব্যাংক মোড়ের ছগির মার্কেটের সামনে থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
আসামি ফিরোজ আলী শরিফ ওরফে লিয়নের (৩২) বাড়ি বাগেরহাটের মোল্লাহাট থানা এলাকায়।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।