যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১০০টি ইয়াবা বড়ি, ৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ও শনিবার (১০ ফেব্রুয়ারি) জেলার চৌগাছা ও কোতোয়ালি থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন কোতোয়ালি থানা এলাকার মো. আশরাফুল ইসলাম (৩০), মো. সোহেল হোসেন (৩৫) ও মহরম হোসেন (২৮)।
ডিবি যশোরের উপপরিদর্শক (এসআই) মো. সোলায়মান আক্কাস জানান, শুক্রবার রাতে চৌগাছা থানাধীন কাকুড়িয়া গ্রাম থেকে ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় পলাতক আসামি নিজাম আলীর (৩২) বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা করা হয়েছে।
ডিবি যশোরের উপপরিদর্শক (এসআই) মো. শাহিনুর রহমান জানান, শনিবার কোতোয়ালি থানাধীন চাঁচড়া মধ্যপাড়া গ্রাম থেকে ইয়াবাসহ তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।