যশােরে ১০০টি ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে যশোর যশোর কোতোয়ালি মডেল থানাধীন জিরাট গ্রামে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্র জানায়, জেলা ডিবির এসআই মো. আরিফুল ইসলাম, রাজেশ কুমার দাশ, এএসআই নির্মল কুমার ঘোষ, ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস দল কোতোয়ালি মডেল থানাধীন জিরাট গ্রামে অভিযান চালিয়ে মো. সুমন ইসলাম ওরফে রায়হানকে (২৮) ওই ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় এসআই রাজেশ কুমার দাশ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।