মৌলভীবাজার সদর থানা-পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) রাতে নগরীর সেন্ট্রাল রোড থেকে আসামি দিদার আলীকে গ্রেপ্তার করা হয়।
মৌলভীবাজার সদর থানার এএসআই মাহবুবুল আলম জানান, দিদার মাদকের একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।