মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার পুলিশ লাইনস ড্রিলশেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলার নবনিযুক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম।
এ সময় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শোনেন পুলিশ সুপার এবং সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ ছাড়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের সেবায় সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান পুলিশ সুপার।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, সব থানা ও ইউনিটের ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।