মৌলভীবাজার সদর থানাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছেন।
শনিবার (২৪ জুন) বিকেলে সদর থানাধীন শেরপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি কদর আলী একজন কুখ্যাত ডাকাত। তাঁর বাড়ি মৌলভীবাজার সদর থানা এলাকায়।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে আসামি কদর আলীকে গ্রেপ্তারের চেষ্টা করে আসছিল পুলিশ। এরই ধারাবাহিকতায় শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।