
মৌলভীবাজার জেলা পুলিশ লাইনস মাঠে রোববার সকাল আটটায় জেলা পুলিশের মাস্টার প্যারেড এবং ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে ।
প্যারেডে সালামী গ্রহণ ও কল্যাণ সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাকারিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এবিএম মুজাহিদুল ইসলাম পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. শহিদুল হক মুন্সী ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।