মৌলভীবাজার সদর থানা-পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেপ্তার হয়েছে। সদর থানার বাদে ফতেপুর এলাকা থেকে ৪ ফেব্রুয়ারি (শুক্রবার) ভোররাতে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. ইকবাল হোসেন। তিনি সিআর ৩৭৯/১৬ মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। তাঁর বাড়ি মৌলভীবাজার সদর থানার বাদে ফতেপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
সদর থানার শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইফতেখার ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ মাসের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।