মৌলভীবাজার সদর মডেল থানা-পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে।
সদর মডেল থানা-পুলিশ জানায়, জিআর ২১০/২০-এর পরোয়ানাভুক্ত আসামি শাহী ইমরানকে সদর থানার মোকামবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকটি অভিযানে জিআর ২১০/১০-এর আসামি আলমকে একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এদিকে জিআর ১৯/১৭-এর আসামি সোহেল মিয়াকে আপার কাগাবালা বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকটি অভিযানে নন-জিআর ৪৪/২১-এর পরোয়ানাভুক্ত আসামি রাসেল আহমেদকে সদর পৌরসভার উত্তর কলিমাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, সদর মডেল থানা-পুলিশ পৃথক চারটি অভিযানে চারজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।