মৌলভীবাজারে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডের একটি বাসা থেকে ২২ ডিসেম্বর রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. রোমান মিয়া (৩১), মনির হোসেন (৪০), মোছাব্বির মিয়া (৪০), ফজলুর রহমান (৫৫), আশ্ররাফ মিয়া (২৭) ও আরব আলী (৫০)।
জেলা পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ২২ ডিসেম্বর রাত পৌনে ১১টার দিকে শহরের সেন্ট্রাল রোডের ওই বাসায় অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার দুই প্যাকেট তাস ও ১০ হাজার ৬৪০ টাকা জব্দ করা হয়।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে ডিবি। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।