পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

মৌলভীবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২০০টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে মৌলভীবাজার সদর থানাধীন ইসলামপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. আব্দুল কাইয়ুম (২৬) ও মো. কাশেম মিয়া (২৯)।

মৌলভীবাজার ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে তল্লাশি চৌকি বসিয়ে অবস্থান নেয় পুলিশ। এ সময় রাজনগর থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা থামানো হয়। অটোরিকশায় তল্লাশি চালিয়ে ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।