মৌলভীবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৩২০টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৭ জুন) মৌলভীবাজার সদর এবং শুক্রবার (২৮ জুন) শ্রীমঙ্গল থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মিনার মিয়া (৬২) ও মিরাজ মিয়া ওরফে মেহরাজ (৫৫)। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা আছে।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, বৃহস্পতিবার মৌলভীবাজার সদর থানাধীন ইজরাপাড়া গ্রাম থেকে ৯০টি ইয়াবা বড়িসহ মিনারকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় আরও ২৩০টি ইয়াবা বড়ি। আসামিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল থানাধীন সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকা থেকে অপর মাদক কারবারি মিরাজকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মামলা করা হয়েছে।