মৌলভীবাজার জেলা পুলিশ লাইনস মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে।

জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে আজ রোববার (১৪ নভেম্বর) সকাল থেকে এ প্রক্রিয়া শুরু হয়।

তিন দিনব্যাপী বাছাই কার্যক্রমের আজ ছিল প্রথম দিন। এতে নারী ও পুরুষ প্রার্থী মিলে ১ হাজার ৫৬৮ জন অংশ নেন। তাঁদের মধ্যে ১ হাজার ৩২৮ জন পুরুষ ও ২৪০ জন নারী।

পুলিশ সুপার বলেন, এবার মৌলভীবাজারে ৩৪ জন পুরুষ, ৬ জন নারীসহ মোট ৪০ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।

প্রসঙ্গত, আগামী ১৫ ও ১৬ নভেম্বর চূড়ান্ত বাছাই কার্যক্রম শেষে ১৭ নভেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া আরও বলেন, শারীরিক যোগ্যতা ও মেধার ভিত্তিতে স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।