মৌলভীবাজারের জুড়ী থানা-পুলিশ আজ শুক্রবার পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, জুড়ী থানার এসআই খসরুল আলম বাদল, এএসআই নজরুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স দীর্ঘদিন পলাতক থাকা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি কবিরকে গ্রেপ্তার করে। কবির উপজেলার জামকান্দি গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে। একই দলের আরেকটি অভিযানে পরোয়ানাভুক্ত আরেক আসামি টিপু আহমদকে (২৫) উপজেলার কোনাগাঁও থেকে গ্রেপ্তার করা হয়। আসামি টিপু আহমদ কোনাগাঁওয়ের আব্দুর রহিমের ছেলে। তাঁদের আদালতে সোপর্দ করা হবে।