রাজধানীর মোহাম্মদপুরে পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, সোমবার দিবাগত রাতে জেনেভা ক্যাম্প এলাকার একটি বাসা থেকে দুটি রিভলবার, ২০টি গুলি ও পাঁচটি চাপাতিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনী।
তিনি আরও জানান, র্যাবের অভিযানে চারটি মামলার ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে জব্দ করা হয়েছে ২ কেজি গাঁজা, দুটি সামুরাই, একটি চাপাতি, একটি ছুরি ও একটি অটোরিকশা। এ ছাড়া মোহাম্মদপুর থানা-পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।