রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ৭ হাজার ৫০০ ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ।
ডিএমপি জানায়, শুক্রবার (১৩ মে) ভোরে মোহাম্মদপুরের বাবর রোড থেকে আসামি এরশাদ উল্লাহ ওরফে বাবুল ও লিটন কুমার দাসকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আসামিদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা বড়ি এনে ঢাকায় একজনের কাছে হস্তান্তরের কথা ছিল।
আসামিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।