বাগেরহাটের মোল্লাহাটে শেখ হেলাল উদ্দীন ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। আজ রোববার বাগেরহাট জেলার পুলিশ সুপার জনাব কে, এম, আরিফুল হক, পিপিএম এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।
বাগেরহাট জেলা পুলিশের ফেসবুক পেজে এ কথা জানানো হয়।
মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। স্থানীয় খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।