মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অপব্যবহার নিয়ে কর্মশালা আয়োজনে সহায়তা করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।
পর্যটন মোটেল রংপুরের হলরুমে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ কর্মশালা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের সহায়তায় এ কর্মশালার আয়োজন করে বিকাশ লিমিটেড।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম।
এতে উপস্থিত ছিলেন বিকাশের উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) মোহাম্মদ নজিবুর রহমান, এনডিসি, পিএইচডি এবং মেজর (অব.) এ.কে.এম. মনিরুল করিমসহ অনেকে।