মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: পুলিশ নিউজ

মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে যশোর কোতোয়ালি মডেল থানা-পুলিশের একটি দল। এ সময় তাঁদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল, দুটি মাস্টার চাবি, মোটরসাইকেল বিক্রির রসিদ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) যশোর ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আল আমিন (৪০), যশোরের বাঘারপাড়া উপজেলার খাইরুল ইসলাম কাজল (৫৬) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার সোহানুর রহমান তমাল (২৮) ও সাদ্দাম হোসেন (২৮)।

পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন, তাঁরা সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। যশোর ও আশপাশের জেলা থেকে মোটরসাইকেল চুরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন তাঁরা।