মেহেরপুরের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বিকাশ প্রতারণার ১ লক্ষ টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের ৫ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।
দুজন ব্যবসায়ী ও একজন মহিলা ভিকটিমের কাছ থেকে প্রতারক চক্র মোট ১ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
তারা এ ব্যাপারে সদর থানাসহ বিভিন্ন থানায় জিডি করেন। পরে নিরুপায় হয়ে থানায় দায়ের করা জিডির কপি নিয়ে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের শরণাপন্ন হন।
এরপর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি চৌকস টিম ইন্সপেক্টর মেজবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে ভিকটিমদের কাছ থেকে প্রতারক চক্রের হাতিয়ে নেওয়া মোট ১ লক্ষ টাকা এবং হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৫ টি মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধারকৃত টাকা এবং মোবাইল ফোন সমূহ মেহেরপুরের পুলিশ সুপার প্রকৃত মালিকদের কাছে গতকাল মঙ্গলবার হস্তান্তর করেন।
ভুক্তভোগীরা বাংলাদেশ পুলিশ এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।