মেহেরপুরের গোয়েন্দা পুলিশ আজ বুধবার এক অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
জেলা পুলিশ সুপার মো. রাফিউল আলমের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে এসআই সুলতান মাহমুদ, এস আই বিশ্বজিৎ সরকার, এএসআই আহসান হাবীব ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার বিকেল পৌনে ছয়টার দিকে মেহেরপুর সদর থানাধীন উজলপুর দুবরোজল মাঠে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মো. আনোয়ার হোসেন (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেন। আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।