চ্যাম্পিয়নস লিগে কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির জোড়া গোলে ইসরায়েলি ক্লাব মাকাবি হাইফকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি।
মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে গ্রুপপর্বের ম্যাচে বড় জয় পেয়ে শেষ ১৬-তে খেলা নিশ্চিত করল ফরাসি চ্যাম্পিয়নরা।
ম্যাচের ১৯ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় পিএসজি। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। দলের হয়ে তৃতীয় গোলটি করেন নেইমার। ৩৮ মিনিটে এক গোল শোধ করেন সেক। বিরতির আগে আবার গোল করেন মেসি।
বিরতির পর আরেকটি গোল শোধ করেন সেক। এরপর ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। ৬৭ মিনিটে গোল্ডবার্গের আত্মঘাতী শটে ৬-২ গোলের লিড পায় পিএসজি। ৮৪ মিনিটে বদলি খেলোয়াড় সোলারের গোলে ৭-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।