লিওনেল মেসির শেষ মুহূর্তের গোলে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে লিলেকে ৪-৩ গোলে হারিয়েছে পিএসজি।
রোববার (১৯ ফেব্রুয়ারি) পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচের ১১ মিনিটেই পিএসজিকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে।
১৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। ২৪ মিনিটে একটা গোল শোধ করে লিলে। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।
কিন্তু বিরতির পর ঘুরে যায় ম্যাচের ভাগ্য। ৮৬ মিনিট পর্যন্ত ৩-২ ব্যবধানে এগিয়ে ছিল লিলে। পিএসজি শিবিরে যখন পরাজয়ের শঙ্কা, ঠিক তখনই ত্রাতা হিসেবে আবির্ভূত হন কিলিয়ান এমবাপ্পে।
৮৭ মিনিটে এমবাপ্পের গোলে ম্যাচে ফিরে সমতা। এরপর ৯৫ মিনিটে অসাধারণ এক ফ্রি কিকে গোল করে দলের জয় নিশ্চিত করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন হারের পর জয়ের স্বাদ পেল পিএসজি।