গোল উদযাপন করছেন লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

লিওনেল মেসির একমাত্র গোলে লিগ ওয়ানে অলিম্পিক লিঁওকে ১-০ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে পিএসজি।

গত রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে ম্যাচের পঞ্চম মিনিটে গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। এ নিয়ে চলতি মৌসুমে লিগ ওয়ানে চার গোল করলেন মেসি।

গোলের যোগানদাতা ছিলেন নেইমার। এ নিয়ে লিগ ওয়ানে এবারের মৌসুমে আট ম্যাচে সপ্তম অ্যাসিস্ট করলেন ব্রাজিলিয়ান তারকা।

এই জয়ে মার্সেই থেকে দুই পয়েন্ট এগিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানে ধরে রাখল পিএসজি। দিনের শুরুতে ঘরের মাঠে রেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারায় মার্সেই।