চাঁদপুরের নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির একটি দল মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে।
বুধবার (২৯ ডিসেম্বর) নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হাইমচর থানাধীন সাহেবগঞ্জ-সংলগ্ন মেঘনা নদী থেকে পরিত্যক্ত অবস্থায় এসব জাল জব্দ করা হয়।
জব্দকৃত জালের আনুমানিক দাম ৪৫ লাখ টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।